মোহামেডান ১–৪ বসুন্ধরা কিংস
বারবার একই চিত্র, শুধু গোলে ফারাক। গতবার কিংস অ্যারেনায় ফাইনালে এগিয়ে থেকেও ৩–১ গোলে হেরেছিল মোহামেডান। এবার কুমিল্লায় সেই একই প্রতিযোগিতায় ১–১ সমতা থেকে শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানে হারল তারা।
মাত্র ১০ জন নিয়েই মারিও গোমেজের দল লিখল জয়ের গল্প।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুতে দেরি হওয়ায় খেলা গড়ায় ২টা ৪১ মিনিটে। খেলার প্রথমার্ধেই দুই দল পাল্টাপাল্টি পেনাল্টি থেকে ১–১ সমতায় ফেরে। এরপর বল দখলে এগিয়ে ছিল কিংস।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়লেও মোড় ঘুরে যায় ৬৩ মিনিটে। মাঝমাঠে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা সিনিয়র। ১০ জনের দলে পরিণত হয় কিংস। কিন্তু সংখ্যায় পিছিয়ে থেকেও তিন মিনিটের ঝড়ে দুই গোল করে বসুন্ধরা কার্যত ম্যাচ ছিনিয়ে নেয়।
৭২ মিনিটে রাফায়েল অগুস্তোর শটে এগিয়ে যায় কিংস। এর দুই মিনিট পর ইমানুয়েল সানডে ব্যবধান বাড়ান। ৮৬ মিনিটে দরিয়েলতনের গোলে চতুর্থবার বল জালে জড়ায়।
শেষ দিকে তিন গোলে পিছিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠে স্মোক ফ্লেয়ার ছোড়ে মোহামেডান সমর্থকেরা। খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট। অতিরিক্ত সময়ে ফের একই ঘটনা ঘটলেও খেলা শেষ হয় কিংসের ৪–১ গোলের জয়ে।
গত মৌসুমেও এই প্রতিযোগিতায় মোহামেডানকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বসুন্ধরা কিংস। এবারও সেই ইতিহাসই যেন নতুন রূপে ফিরে এল।