ঢাকা

প্রজনন মৌসুমের আগেই ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার

ফাইল ছবি ফাইল ছবি
-

বৃষ্টির পরে তীব্র গরম। এডিস মশা বংশবিস্তারের এটি সবচেয়ে ভালো সময়। বেশ কয়েকদিন ধরে চলছে রাজধানীতে বৃষ্টিপাত। বিভিন্ন স্থানে জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা।


রাজধানীর আগারগাঁও,মিরপুর,খিলগাও,বাসাবো’সহ বেশকয়েকটি এলাকা ঘুরে চোখে পড়েনি দুই সিটি সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোন কার্মসূচি।


জানা যায়, এই আবহওয়ায় একটি ডিম থেকে পরিণত এডিস মশা জন্ম হতে সময়  লাগে ৭দিন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়েছে মশার উৎপাত।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯ জন। আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৭২ জন। এর মধ্যে ৬১ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল গুলোতে আগাম প্রস্তুতি রয়েছে।


বিশেষজ্ঞরা বলছে, সিটি কর্পোরেশনের উচিত এখনই মশক নিধণের কার্যক্রম জোরদার করা। তবে রাজধানীতে প্রজনন মৌসুমে ফগিং পদ্ধতিতে মশা নিধণ কার্যক্রম চালানো হয়। এই পদ্ধতির ভূমিকা একেবারেই কম। এই ফগিং পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছিলেন একলাখ এক হাজার ২১৪ জন। তার আগের বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।




কমেন্ট বক্স