
গায়ক এনজেল নূর এবার নিয়ে আসছেন তার প্রথম অ্যালবাম, যার মূল গান ‘যদি আবার’। অ্যালবামটি প্রকাশিত হবে অক্টোবরের শেষের দিকে এবং এতে সাতটি গান রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে গান গাওয়া শুরু করেন এনজেল নূর। চার বছরের ক্যারিয়ারে এক বছর আগে ‘যদি আবার’ দিয়ে তিনি প্রথম মৌলিক গান প্রকাশ করেন এবং গানটি শ্রোতাদের পাশাপাশি ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের কাছ থেকেও প্রশংসা পায়।
চলতি বছরের মে মাসে এনজেল নূরের আরেকটি গান ‘তিল’ প্রকাশিত হয়। এবার তার অ্যালবামে থাকবে নির্বাচিত সাতটি গান, যার মধ্যে রয়েছে ‘মায়াফুল’, ‘বন্ধুনামা’, ‘ইচ্ছে’, ‘কিছু কথা’ এবং অ্যালবামের শিরোনাম গান ‘প্রাণ-ত’।
নিজের অ্যালবাম সম্পর্কে নূর বলেন, “আমার অনেক গান লেখা আছে। এক-একটি করে গান প্রকাশ করার বদলে ভাবলাম একসঙ্গে কয়েকটি গান তুলে একটি অ্যালবাম তৈরি করা যাক। ‘প্রাণ-ত’ শব্দের অর্থ ‘প্রাণের কাছে’, যা আমার গানগুলোর প্রাণবন্ততার সঙ্গে খাপ খায়।”
অ্যালবামের গানের কথা ও সুর করেছেন এনজেল নূর নিজেই। প্রযোজনায় রয়েছে ‘এনজেল নূর অ্যান্ড ব্যান্ড’, এবং সংগীতায়োজনে সহযোগিতা করেছেন আসিফ আহমেদ। তিনি জানান, অক্টোবরে জন্মদিনের সাথে মিলিয়ে ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে গানগুলো স্পটিফাইয়ে প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরে এগুলো মিউজিক ভিডিও আকারেও প্রকাশিত হবে।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা নূর স্কুল-কলেজ শেষ করে ২০১৭ সালে ঢাকায় আসেন এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।