ঢাকা

ইসির অনুমতিতে ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আগামী ২০ জানুয়ারি নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনগত বাধা রইল না। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (রাত) ইসির নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালনের শর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি আয়োজনের অনুমতি দেওয়া হলো।

জাতীয় নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে শাবিপ্রবিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শাকসু নির্বাচন ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো। নির্বাচন আয়োজন নিয়ে সংশ্লিষ্ট মহল যখন দোলাচলে ছিল, তখন ইসির এ অনুমতিকে স্বস্তির খবর হিসেবে দেখছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন,
“জাতীয় নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এই অনুমতির জন্যই অপেক্ষা করছিলাম। এখন শাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই।”

তিনি আরও জানান, অনুমতি পাওয়ার পর নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত সোমবার জাতীয় নির্বাচন কমিশনের একটি আদেশকে কেন্দ্র করে। সেদিন ইসির এক চিঠিতে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের পেশাজীবী সংগঠন বা অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। ওই নির্দেশনার পরই শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে প্রশ্ন ওঠে।

এই প্রেক্ষাপটে ২০ জানুয়ারি ভোট আয়োজনের অনুমতি চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেন শাকসু নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা। তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, শাকসু নির্বাচন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এটি জাতীয় সংসদ নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে শাকসু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হলো। দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ পাওয়ায় শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উল্লেখ্য, শাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক সংগঠন গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শাকসু নির্বাচন কমিশন।




কমেন্ট বক্স