ঢাকা

ভর্তি কার্যক্রমে নতুন দিগন্ত: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট

-

নতুন শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডমিশন ফেস্টের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবির। তিনি বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল ডিগ্রি নয়, বরং দক্ষতা, গবেষণামুখী চিন্তাভাবনা ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন জরুরি। সেই লক্ষ্যেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন আবুল কালাম, স্কুল অব ল–এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’ উপলক্ষে নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড়, টিউশন ফিতে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপ এবং মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়াও অ্যাডমিশন ফেস্ট চলাকালীন শিক্ষার্থীদের জন্য থাকবে বিস্তারিত তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং এবং বিভিন্ন উপহার সামগ্রী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গবেষণা ও কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নতমানের ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে গত ২২ বছরে দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অ্যাডমিশন ফেস্ট শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখবে।




কমেন্ট বক্স