সংস্কার বাস্তবায়নের স্পষ্ট অঙ্গীকার পেলে বিএনপি বা জামায়াত—যে কারও সঙ্গে জোট গঠন করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশ এখন এক গভীর রাজনৈতিক পরিবর্তনের পর্যায়ে রয়েছে। আমরা চাই, যে কোনো জোটই হোক—তা হোক সংস্কারকেন্দ্রিক ও জনগণের অধিকারের পক্ষে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি এককভাবে নির্বাচন করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত যাচাই-বাছাই চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। তবে যদি কোনো রাজনৈতিক শক্তি আমাদের সংস্কার এজেন্ডা—বিচার ব্যবস্থার স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি, দুর্নীতি দমন এবং নির্বাচনী স্বচ্ছতা—বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারি।”
নাসীর আরও বলেন, “বিএনপি ও জামায়াত উভয়ই যদি দেশকে একটি নতুন রাজনৈতিক পথে নিতে চায় এবং জনগণের জন্য কাঠামোগত সংস্কার বাস্তবায়নের নিশ্চয়তা দেয়, তাহলে এনসিপি জোটে যেতে আপত্তি করবে না। কিন্তু সংস্কারের নিশ্চয়তা ছাড়া আমরা কোনো জোটে যাচ্ছি না—এটাই আমাদের অবস্থান।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, নীতির জন্য রাজনীতি করি। জনগণের সম্মতি ও সংস্কার ছাড়া কোনো রাজনৈতিক সমঝোতায় যাব না।”
সভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জানান, দলটি ইতিমধ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে এবং ভোটের প্রস্তুতি হিসেবে গণসংযোগ ও কর্মী প্রশিক্ষণ কার্যক্রম চলছে।