ঢাকা

ক্লাস-পরীক্ষার মধ্যেই কলেজে গিয়ে নির্বাচনী বক্তব্য, বিতর্কে বিএনপি প্রার্থী

-

নাটোরের বড়াইগ্রাম সরকারি কলেজে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলায় আলোচনায় এসেছেন নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আজিজ। বৃহস্পতিবার দুপুরে তিনি কলেজে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানিয়েছেন উপস্থিতরা।

দুপুরের দিকে, যখন দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষা চলছিল, তখন কলেজে প্রবেশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ। তিনি প্রথমে অধ্যক্ষ আবদুল্লাহ আল হেলাল বাকীর কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পরে সেমিনারকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তিনি কলেজ ত্যাগ করেন।

এক শিক্ষার্থী ইদুল প্রামাণিক বলেন, “আমাদের পরীক্ষা চলছিল। তখন এমপি প্রার্থী আবদুল আজিজ স্যারদের সঙ্গে কথা বলে পরে শিক্ষার্থীদের সঙ্গে একটি সভা করেন। তিনি বলেন, সবাই যেন চিন্তাভাবনা করে ভোট দেয়।”

তবে বিষয়টি অস্বীকার করে আবদুল আজিজ বলেন, “আমার দুই আত্মীয় ওই কলেজে চাকরি করেন, তাঁদের সঙ্গে দেখা করতেই গিয়েছিলাম। শিক্ষার্থীদের সঙ্গে কোনো বক্তব্য বা মতবিনিময় করিনি।”

ক্লাস বা পরীক্ষায় বিঘ্ন ঘটেছে কি না জানতে চাইলে তিনি জানান, “আমি অল্প সময়ের জন্য গিয়েছিলাম।”

অন্যদিকে প্রথম আলোর হাতে থাকা একটি ভিডিওতে দেখা যায়, আবদুল আজিজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের নানা দাবি রয়েছে—ভাঙা ভবন, থাকার জায়গা নেই, অনেক সমস্যা আছে। আজ আমি এখান থেকেই আমার নির্বাচনের যাত্রা শুরু করলাম। যদি নির্বাচিত হই, ঘোষণা পাওয়ার পরদিনই তোমাদের সঙ্গে দেখা করব।”

এই ঘটনার সমালোচনা করে একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আবদুল হাকিম বলেন, “পরীক্ষার সময় প্রার্থীর কলেজে প্রবেশ ও বক্তব্য দেওয়া অত্যন্ত অনভিপ্রেত। এতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বিষয়টি নির্বাচন কমিশনে জানাব।”

কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল হেলাল বাকী বলেন, “তিনি হঠাৎ কলেজে এসেছিলেন এবং কিছু শিক্ষকের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে চলে যান।” বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি বিষয়টি জানি না, কুশল বিনিময়ের বাইরে অন্য কোনো আলোচনা হয়নি।”




কমেন্ট বক্স