ঢাকা

জামায়াত সরকার গঠন করলে বিএনপিসহ সবাইকে সঙ্গে রাখবে: ডা. শফিকুর রহমান

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি সরকারে গেলে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই দেশ গড়বে। তিনি বলেন, “একটি দল বলেছে তারা জামায়াত ছাড়া সবাইকে নিয়ে কাজ করবে। কিন্তু আল্লাহ যদি আমাদের সরকারে বসান, তাহলে তাদেরসহ সবাইকেই নিয়ে আমরা দেশ গড়ব। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ উপহার দেব।”

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর আরামবাগের এক কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের কর্মীদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে সামাজিক ন্যায়বিচার থাকবে। দুর্নীতি ও অন্যায়ের জায়গা থাকবে না। একা জামায়াত নয়, দেশ গড়ার দায়িত্ব সবার।”

তিনি আরও বলেন, “আমরা জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ দেখতে চাই। সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।”

জামায়াত আমির ঘোষণা দেন, ভবিষ্যতে তাদের কোনো নির্বাচিত সংসদ সদস্য সরকারি প্লট বা ট্যাক্সফ্রি গাড়ি নেবেন না। “আমরা জনগণের জন্য কাজ করতে চাই, তাদের ওপর ট্যাক্স চাপাতে নয়। ভালো করলে সমর্থন দেবেন, খারাপ করলে ধরবেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে কঠিন সময়েও জামায়াত সংযম দেখিয়েছে। গণঅভ্যুত্থানের সময়ও দলটি শান্তি রক্ষায় ভূমিকা রেখেছে। “আমরা পুলিশ স্টেশন পাহারা দিয়েছি, এমনকি যারা আমাদের ক্ষতি করেছে, তাদেরও সুরক্ষা দিয়েছি,” দাবি করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা সরকারে গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রয়োজনে আবার লড়াই করব।”

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যাপক ফজলুর রহমান, মুহাম্মদ সেলিম উদ্দিন ও মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতা-কর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স