ঢাকা

‘বুলেটে নয়, ব্যালটে বিশ্বাস রাখে এনসিপি’: রাঙামাটিতে হাসনাত আবদুল্লাহ

-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষায়, “অনেকে বুলেটের ভয় দেখিয়ে ভোট নেওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু এনসিপি ব্যালটের শক্তিতেই জনগণের রায় অর্জন করবে।”

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির অধ্যাপক কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত এনসিপির তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় এনসিপির পাশাপাশি সহযোগী সংগঠন যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জুবাইরুল আরিফ বলেন, “পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে এনসিপি নিরলসভাবে কাজ করছে। এখানকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ইতিমধ্যেই এনসিপির ওপর আস্থা রেখেছেন।”

এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে পার্বত্য এলাকার অন্তত তিনটি আসনে এনসিপি জয়ী হবে। মানুষের সমর্থন আমাদের শক্তি।” তিনি আরও জানান, “আগামী দশ বছরের মধ্যে এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।”

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান, এবং ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক মহিরুল ইসলাম।




কমেন্ট বক্স