ঢাকা

আজকের মধ্যেই প্রবাসী ভোটারদের আবেদন যাচাই সম্পন্নের নির্দেশ ইসির

-


প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আবেদনগুলো আজ বৃহস্পতিবারের মধ্যেই যাচাই-বাছাই শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত প্রবাসীদের ভোটার নিবন্ধন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন সর্বোচ্চ ৬ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, তাঁদের আবেদন সিএমএম (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) পোর্টালের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফর্ম ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রিন্ট করে সরেজমিন তদন্ত করবেন। এরপর নির্ধারিত ফরম অনুযায়ী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এনআইডি মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ১ সেপ্টেম্বরের পর জমা দেওয়া কোনো আবেদনে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে সেটি বাতিল না করে কেবল মন্তব্যে ‘প্রয়োজনীয় দলিল সংযুক্ত নেই’—এভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে প্রবাসী আবেদনকারী সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলে তখন তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।




কমেন্ট বক্স