ঢাকা

মিরসরাই বেপজা অঞ্চলে ১১ কোটি ডলারের বিনিয়োগ আসছে

-

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান প্রায় ১১ কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করছে। এসব প্রতিষ্ঠান জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, তৈরি পোশাকের সরঞ্জাম উৎপাদন ও পণ্য পরীক্ষাগার স্থাপন করবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রায় ৭ হাজার ৫০০ জনের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

আজ বৃহস্পতিবার বেপজা কমপ্লেক্সে এসব বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বেপজার পক্ষ থেকে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর চুক্তিতে সই করেন।

সবচেয়ে বড় বিনিয়োগটি করেছে চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানি—৫ কোটি ৫১ লাখ ডলার ব্যয়ে তারা একটি জুতা তৈরির কারখানা গড়ে তুলবে, যেখানে বছরে প্রায় ৭০ লাখ জোড়া জুতা উৎপাদনের লক্ষ্য রয়েছে। এতে কর্মসংস্থান হবে প্রায় ৫ হাজার ৯০০ জনের।

অন্যদিকে সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি ২ কোটি ৫০ লাখ ডলারে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। এতে বছরে ৩ কোটি ৬০ লাখ বর্গফুট ফিনিশড লেদার উৎপাদিত হবে এবং ৫০০ জনের মতো কর্মসংস্থান হবে।

চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি ২ কোটি ডলার ব্যয়ে একটি আধুনিক পরীক্ষাগার তৈরি করবে, যা বেপজার শিল্পকারখানায় উৎপাদিত কাঁচামাল ও পণ্যের মান যাচাই করবে। এতে ৭৭০ জনের চাকরির সুযোগ হবে।

এ ছাড়া দেশীয় প্রতিষ্ঠান র‌্যাপটক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১২ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক শিল্পের সরঞ্জাম উৎপাদন করবে, যেখানে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।




কমেন্ট বক্স